যুক্তরাজ্যের লন্ডনের এক ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে চাঙা আছেন। কিছু কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙা হয়েছেন।
ডা. জাহিদ আরও বলেন, লন্ডন ক্লিনিক ও তার (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে চিকিৎসা চলছে।
গত বৃহস্পতিবার ‘দ্য লন্ডন ক্লিনিক’–এ কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারন্যাল মেডিসিন স্পেশালিস্ট ও ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
গত বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments